বেলাব ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
স্যানিটেশন, স্বাস্থ্যশিক্ষা ও পানি সরবরাহ(জিওবি-ইউনিসেফ)প্রকল্প
বিস্তারিত

স্যানিটেশন, স্বাস্থ্যশিক্ষা ও পানি সরবরাহ (জিওবি-ইউনিসেফ)প্রকল্প বেলাব উপজেলায় সুনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান পাপড়ি, এই প্রকল্পটি  বেলাব উপজেলার প্রতিটি ইউনিয়নে অত্যান্ত দক্ষতার সাথে ২০০৭খ্রি: থেকে ২০১১সাল পর্যন্ত পরিচালিত হয়েছে। এতে এলাকার সকল শ্রেণীর বিশেষ করে ৫বছরের নীচে বাচ্চা আছে এমন মায়েদের বেশী ফলপ্রসু হয়েছে।

 

১জন ইউবিসিএফ

৯জন সিএইচপি

মোট ১০জন নিয়ে একিট ইউনিয়নে কাজ করেছিল।

Image preview

ওয়ার্ড
বেলাব ইউনিয়ন
প্রকল্পের ধরণ
ফ্যাসিলিটিজ
label.Details.title

স্যানিটেশন, স্বাস্থ্যশিক্ষা ও পানি সরবরাহ (জিওবি-ইউনিসেফ)প্রকল্প বেলাব উপজেলায় সুনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান পাপড়ি, এই প্রকল্পটি  বেলাব উপজেলার প্রতিটি ইউনিয়নে অত্যান্ত দক্ষতার সাথে ২০০৭খ্রি: থেকে ২০১১সাল পর্যন্ত পরিচালিত হয়েছে। এতে এলাকার সকল শ্রেণীর বিশেষ করে ৫বছরের নীচে বাচ্চা আছে এমন মায়েদের বেশী ফলপ্রসু হয়েছে।

 

১জন ইউবিসিএফ

৯জন সিএইচপি

মোট ১০জন নিয়ে একিট ইউনিয়নে কাজ করেছিল।

Image preview

কাজের বর্ননা
স্যানিটেশন, স্বাস্থ্যশিক্ষা ও পানি সরবরাহ (জিওবি-ইউনিসেফ)প্রকল্প বেলাব উপজেলায় সুনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান পাপড়ি, এই প্রকল্পটি বেলাব উপজেলার প্রতিটি ইউনিয়নে অত্যান্ত দক্ষতার সাথে ২০০৭খ্রি: থেকে ২০১১সাল পর্যন্ত পরিচালিত হয়েছে। এতে এলাকার সকল শ্রেণীর বিশেষ করে ৫বছরের নীচে বাচ্চা আছে এমন মায়েদের বেশী ফলপ্রসু হয়েছে।
ডাউনলোড