ক্রমিক নং |
বাজারের নাম |
অবস্থান |
১ |
বেলাব বাজার |
বেলাব ইউনিয়ন |
২ |
চর বেলাব ব্রীজঘাট |
বেলাব ইউনিয়ন |
প্রতিদিন সকালে চরবেলাব ব্রীজঘাটে আর সকাল বিকাল ও প্রতি শুক্রবারে বেলাব বাজারে সাপ্তাহিক হাট বসে। এখানে গরু মহিষ ছাগল ভেড়া কাচামাল সহ বিভিন্ন মালামালের হাট বসে। বেলাব উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন এখানে এসে কেনা বেচা করে খাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস