বেলাব ইউনিয়ন পরিষদ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।। বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন।। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন।। বাল্য বিবাহ রোধ করুন।। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। আপনার সন্তানকে স্কুলে পাঠান।।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

উপজেলা থেকে বেলাব ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা

 

ক) নরসিংদী সদর থেকে মরজাল হয়ে বেলাব উপজেলায়–সিএনজিতে/বাসে-২০/২৫টাকা(জনপ্রতি) ।

খ) উপেজলা পরিষদ বেলাব ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত, উপজেলা থেকে বেলাব ইউনিয়ন পরিষদ ভবনে- সিএনজিতে/রিকসায়-

১৫/২০টাকা(জনপ্রতি)।

গ) বেলাব ইউনিয়ন পরিষদ কম্লেক্স ভবন বেলাব ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত, ইউনিয়ন পরিষদ থেকে চরলক্ষ্মীপুর নামাপাড়া

ওয়ার্ড নং-৮, মধ্যপাড়া-৯ ও চরবেলাব নামাপাড়া ওয়ার্ড নং ৭- রিকসায়-১৫/২০টাকা(জনপ্রতি)।

ঘ) ইউনিয়ন পরিষদ থেকে বেলাব মাটিয়ালপাড়া ওয়ার্ড নং-১, টেকপাড়া-ওয়ার্ড নং-২ ও গাংকুলপাড়া ওয়ার্ড নং-৩ এ

রিকসায়/সিএনজিতে-২৫/২৫টাকা(জনপ্রতি)।

ঙ) চরবেলাব টানপাড়া ওয়ার্ড নং-৪ ও ৫ রিকসায়-১০/১৫টাকা(জনপ্রতি)।