নরসিংদী জেলার বেলাব উপজেলায় আগামী 03-08-2013ইং তারিখ রোজ শনিবার দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব প্রতি বছরের ন্যয় এবার ও বেলাব পাইলট মডার্ণ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলাব উপজেলার বিভিন্ন গ্রামের গরীব দূঃখী মানুষের মাঝে বিনামূল্যে বসতঘর, সেলাই মেশিন যথাসম্ভব আরো বিভিন্ন উপকরণসহ নগদ অর্থ বিকরণ করবেন। তাছাড়া দানবীর আব্দুল কাদির মোল্লার অর্থায়নে দৃষ্টি নন্দন ও কারোকাজে নির্মিত বেলাব বাজার কেন্দ্রিয় জামে মসজিদে দিনদিন উপস্থিত মুসল্লিগনের হার বাড়তে থাকায় মসজিদটি আরো বৃদ্ধি করে আরো দৃষ্টি নন্দন করার আশ্বাস দিয়েছেন আব্দুল কাতির মোল্লা সাহেব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস