১৯৬৮সালে মরহুম শমসের আলী ভূইয়া সাহেব এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা। বর্বমানে এটি একটি মডেল স্কুলে পরিনত হয়েছে। স্কুলে শ্রেণী কক্ষ ১০টি, অফিস কক্ষ ১টি, শিক্ষক ১০জন। জমির পরিমাণ ৩৩শতাংশ।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পূনঃনির্মাণ হয় ২০০৪খ্রি: বর্তমানে এটি ‘এ’ গ্রেড ভূক্ত। প্রতিষ্ঠালগ্ন থেকে এপর্যন্ত বহু শিক্ষার্থী বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছেন, যাদের অনেকেই দেশের গুরুত্বপুর্ণ পেশায় নিয়জিত আছেন। মো: সাদেক মোল্লা, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মো: ইয়াসিন ভূইয়া, অধ্যাপক, বুয়েট ঢাকা। যারা এই বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র। ছাত্র ছাত্রী ভর্তি ও পাশ শতভাগ ও বৃত্তি পাপ্তির হার বেশী, লেখা পড়ার গুণগন মান ভাল,কাব ক্সাউটের কাজ ও অন্যান্য সহপাটক্রমিক কার্যবলিতে এগিয়ে থাকার জন্য বিদ্যালয়টি সাধারণ বিদ্যালয় থেকে মডেল হিসেবে পরিণত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি বহুবার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে। ২০১২সালে এই বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে নির্বাচিত হয়েছে।
১। মো: মোশারফ হোসেন ভূইয়া রিপন, সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি।
২। মো: মাহমুদুল হাসান নিয়াজী কমল, সহ সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি।
৩। মো: শমসের জামান ভূইয়া রিটন, দাতা বিদ্যালয় পরিচালনা কমিটি।
৪। সবিতা রানী বিশ্বাস, সদস্য সচিব বিদ্যালয় পরিচালনা কমিটি।
৫। মো: জালাল উদ্দিন, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৬। মো: শাহাজাহান মোল্লা, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৭। মো: জাকির হোসেন, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৮। মো: আ: মান্নান, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৯। খালেদা ইয়াছমিন, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
১০। আছমা আক্তার, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
১১। তাসলিমা আক্তার শিখা, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
২০১২সালে সমাপনী পরীক্ষায় পাশ -১০০%
২০১১সালে সমাপনী পরীক্ষায় পাশ-১০০%
২০১০সালে সমাপনী পরীক্ষায় পাশ-১০০%
২০০৯সালে সমাপনী পরীক্ষায় পাশ-১০০%
শিক্ষাবৃত্ত তথ্যসমুহ:
আমাদের স্কুল ১০০% ভর্তি ও ১০০% পাশ নিশ্চিত হয়েছে।
এই স্কুলটি আবাসিক হলে দুর দুরান্তের ছাত্র ছাত্রীরা আরো ভাল পড়াশোনা করতে পারতো।
বেলাব উপজেলার বেলাব বাজার সংলগ্ন বেলাব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,
উপজেলা থেকে রিকসায় জনপ্রতি ১০টাকা।
১। সাদেক মোল্লা, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২। মো: ইয়াসিন ভূইয়া, অধ্যাপক, বুয়েট ঢাকা।
৩। রামেন্দু দাস, এ, ডি, বাংলাদেশ ব্যাংক, ঢাকা।
৪। প্রিয়ংকা দাস শিউলী, এম বি বি এস, নারায়নগঞ্জ।
৫। খালেদ মাজমুদ কমল, এম বি বি এস,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস