১৯৪৫সালে এই মাদ্রাসাটি মৌ: মো: আব্দুল গাফ্ফার সাহেবের দ্বারা প্রতিষ্ঠিত হয়। ১৯৫১সালে দাখিল, ১৯৫৩সালে আলিম, ১৯৯০সালে ফাজিল ও ২০০৭সালে ইসলামী বিশ্ববিদ্যাল কুষ্টিয়ার অধিনে ফাজিল স্বাতক সম্মান স্তরে অধিভূক্ত হয়। এই মাদ্রাসায় মোট ১৭টি কক্ষ, ১টি অফিস ও ১টি মিলনায়তন রয়েছে।
আড়িয়াল খা নদীর পূ্র্ব পাশে অবস্থিত বেলাব ইউনিয়ন পরিষদ কম্পেক্স ভবন সংলগ্ন এই মাদ্রাসাটি ১৯৪৫সালে মৌ: মো: আব্দুল গাফ্ফার সাহেবের দ্বারা প্রতিষ্ঠিত হয়। ১৯৫১সালে দাখিল, ১৯৫৩সালে আলিম, ১৯৯০সালে ফাজিল ও ২০০৭সালে ইসলামী বিশ্ববিদ্যাল কুষ্টিয়ার অধিনে ফাজিল স্বাতক সম্মান স্তরে অধিভূক্ত হয়। এই মাদ্রাসায় মোট ১৭টি কক্ষ, ১টি অফিস ও ১টি মিলনায়তন রয়েছে।
১। নুরুজ্জামান খান সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি।
২। নুরুল ইসলাম খান সহ-সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি।
৩। আসাবুর রহমান সদস্য মাদ্রাসা পরিচালনা কমিটি।
৪। মোসলেহ উদ্দিন সদস্য মাদ্রাসা পরিচালনা কমিটি।
৫। গোলাম রব্বানী সদস্য মাদ্রাসা পরিচালনা কমিটি।
৬। হেলাল উদ্দিন সদস্য মাদ্রাসা পরিচালনা কমিটি।
৭। এ টি এম হাফিজুল্লাহ সদস্য মাদ্রাসা পরিচালনা কমিটি।
৮। অধ্যক্ষ আলিম উদ্দিন সদস্য সচিব মাদ্রাসা পরিচালনা কমিটি।
৯। মঞ্জুর আহমেদ ভূঞা শিক্ষক প্রতিনিধি মাদ্রাসা পরিচালনা কমিটি।
১০। মহসিনুল হক খন্দকার শিক্ষক প্রতিনিধি মাদ্রাসা পরিচালনা কমিটি।
১১। আবু সিদ্দিক শিক্ষক প্রতিনিধি মাদ্রাসা পরিচালনা কমিটি।
শিক্ষাবৃত্ত তথ্যসমুহ:
২০০৭সালে ইসলামী বিশ্ববিদ্যাল কুষ্টিয়ার অধিনে ফাজিল স্বাতক সম্মান স্তরে অধিভূক্ত হয়।
এই মাদ্রাসার পরীক্ষার ফলাফল ১০০%পাস ও এই মাদ্রাসাটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেআএ রুপান্তর করা।
বেলাব উপজেলা থেকে সিএনজি/রিকসায় চরবেলাব ব্রীজঘাট হয়ে বেলাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাড়া জনপ্রতি ১৫/২০টাকা
১। আ: হাকিম , সুপারিনটেনডেন্ট,সররাবাদ দাখিল মাদ্রাসা, বেলাব নরসিংদী।
২। মো: এখলাছ মিয়া, প্রিন্সিপাল, শেখেরগাও ফাজিল মাদরাসা।
৩। নুরুল্লাহ, এডভোকেট, জজকোর্ট নরসিংদী।
৪। সায়ফুল্লাহ, এডভোকেট, জজকোর্ট নরসিংদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস