বেলাব নং সরবারী প্রাথমিক বিদ্যবলয়ের সংক্ষিপ্ত বর্ণনা:
বিদ্যালয়টি বেলাব উপজেলাধীন বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামে অবস্থিত। একতলা বিশিষ্ট পাকা ভবন ১টি ও আধাপাকা বিশিষ্ট ভবন একটি। বিদ্যালয়ে ৭টি শ্রেণীকক্ষ, ১টি অফিস কক্ষ আছে। দুইশিফ্টে পরিচালিত বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৭জন। জমির পরিমান ৩৫ শতাংশ।
১৯৪২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পূনঃনির্মাণ হয় ২৩-০৩-২০০৩খ্রি: বর্তমানে এটি ‘এ’ গ্রেড ভূক্ত। প্রতিষ্ঠালগ্ন থেকে এপর্যন্ত বহু শিক্ষার্থী বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে গেছেন, যাদের অনেকেই দেশের গুরুত্বপুর্ণ পেশায় নিয়জিত আছেন। আমেরিকা প্রবাসি বিশিষ্ট ক্যান্সার বিজ্ঞানী ড. আ: রাজ্জাক সাহেব এই বিদ্যালয়ের একজন প্রাত্তন ছাত্র।
বিদ্যালয় পরিচালনার ১২জন বিশিষ্ট একটি কমিটি রয়েছে।
১। মো: আবু সাঈদ, সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি।
২। মো: গোলাপ মাহমুদ, সহ-সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি।
৩। মো: মাসুদ মিয়া, সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৪। মো: হানিফ শেখ,সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৫। আ: বাতেন,সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৬। মো: মু্র্শিদ জাহান,সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৭। রেক্সোনা বেগম,সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৮। স্বপ্না আক্তার,সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
৯। লিপি বেগম,সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
১০। রায়হানা ইসলাম,সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি।
১১। সোলাইমান খন্দকার,সচিব বিদ্যালয় পরিচালনা কম
২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী ৪৭জন, উত্তীর্ণ ৪৪জন।
২০১১ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী ৪১জন, উত্তীর্ণ ৪১জন।
২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী ৪৮জন, উত্তীর্ণ ৩০জন।
শিক্ষাবৃত্ত তথ্যসমুহ:
অত্র বিদ্যালয় বঙ্গবন্দু গোল্ডকাব ফুটবল টু্র্ণামেন্টে ২০১২সালে রানার আপ পুরষ্কার পেয়েছে।
বিদ্যালয়টিকে এই উপজেলার শ্রেষ্ট বিদ্যালয়ে রুপান্তর করা।
বেলাব ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়,
বেলাব মাটিয়ালপাড়া, ডাকঘর: বেলাব
ইউনিয়ন: বেলাব, উপজেলা: বেলাব
জেলা: নরসিংদী।
১। ড. আ: রাজ্জাক, বৈজ্ঞানিক, যুক্তরাষ্ট।
২। আবু হানিফ, অধ্যাপক, সরকারী কলেজ, ভৈরব।
৩। সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা চেয়ারম্যান, বেলাব উপজেলা, নরসিংদী।
৪। মো: সজীব আহমেদ, ইঞ্জি: ঢাকা।
৫। ডা. পিন্টু, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস